Yuvashree Prakalpa 2024 । যুবশ্রী প্রকল্প শুরু হয়ে গেছে, প্রতি মাসে 1500/- টাকা করে দিচ্ছে, জেনে নিন কিভাবে অ্যাপ্লাই করতে হবে

Sampad
5 Min Read

যুবশ্রী প্রকল্প : পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য প্রকল্পের মতোই যুবশ্রী প্রকল্প-ও অন্যতম। ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুক্ষমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন। ২০১৩ সালে যুবশ্রী প্রকল্প টি চালু করা হয়। এই প্রকল্পটির মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরী না পাওয়া বেকার যুবকদের সরকার একটি মাসিক ভাতা প্রদান করে থাকে।

যুবশ্রী প্রকল্প কি :

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 1 অক্টোবর, 2013 এর 18 বছর বয়সী বেকার যুবকদের জন্য যুব উত্সাহ নামে একটি প্রকল্প চালু করেছিলেন, যা পরে যুবশ্রী প্রকল্প নামে নামকরণ করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে, দক্ষতা উন্নয়নের জন্য বেকার যুবকদের ভাতা প্রদান করা হয়। যুবশ্রী স্কিমে আবেদন করে আপনি প্রতি মাসে 1500 টাকা পেতে পারবেন।

যাইহোক, এই ভাতা টি পেতে, আপনার নাম অবশ্যই WB Employment Bank ওয়েবসাইটে তালিকাভুক্ত করতে হবে। যুবশ্রী প্রকল্প বয়স সীমা 18 থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্য হতে হবে। এছাড়াও, এই স্কিমের জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় কিছু যোগ্যতার মানদণ্ড রয়েছে যা আমরা নিচের তালিকায় আলোচনা করেছি।

যুবশ্রী প্রকল্প Apply করার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন :

আপনারা যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন তা নিয়ে নিচের তালিকায় আলোচনা করেছি।

  • আবেদনকারীদের কোনো সরকারী প্রতিষ্ঠানের চাকরি করলে হবে না।
  • আবেদনকারীদের বেকার হতে হবে।
  • আবেদনকারীদের মাধ্যমিক পাস থাকতে হবে।
  • আবেদনকারী বয়স সর্বনিম্ন বছর 18 থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্য হতে হবে।
  • অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

যুবশ্রী প্রকল্প আবেদন পদ্ধতি :

  • প্রথমে আবেদনকারীদের যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্প 2024 আবেদন করার জন্য প্রথমে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। [Click Here]
  • ওয়েবসাইট টি ওপেন হওয়ার পর রেজিট্রেশন করতে হবে, তারপর ‘New Enrollment Job Seeker’ এর ক্লিক করতে হবে।
  • তারপরে, একটি নতুন পেজ ওপেন হবে, এবং সেখানে আবেদনকারীদের যুবশ্রী ফর্ম সমস্ত তথ্য গুলি চাওয়া হবে সেগুলি পূরণ করতে হবে।
  • সঠিকভাবে আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি পিডিএফ ফাইল আকারে আপলোড করতে হবে।
  • আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সম্পূর্ণ আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করতে হবে, ওই প্রিন্ট আউটটি নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে ৬০ দিনের মধ্যে জমা করতে হবে।
  • ৬০ দিনের মধ্যে জমা করার পর আপনার মোবাইল এর মাধ্যমে একটি আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে।

যুবশ্রী প্রকল্প জন্য কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে :

যুবশ্রী প্রকল্প ওয়েবসাইট টি হলো https://employmentbankwb.gov.in। নিচে তালিকায় আমরা এই প্রকল্পের প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আলোচনা করেছি :

  • আধার কার্ড।
  • ভোটার কার্ড।
  • প্রার্থীরদের মাধ্যমিক পরীক্ষার মার্কশীট ও এডমিট কার্ড।
  • ব্যাঙ্ক পাসবুক ছবি।
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটোকপি।

যুবশ্রী প্রকল্প কাদের জন্য বা যুবশ্রী প্রকল্প কারা পাবে :

এই প্রকল্পের অধীনে, দক্ষতা উন্নয়নের জন্য বেকার যুবকদের ভাতা প্রদান করা হয়। যুবশ্রী স্কিমে আবেদন করে আপনি প্রতি মাসে 1500 টাকা পেতে পারবেন। এই প্রকল্পের বয়স সীমা 18 থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্য হতে হবে।

যুবশ্রী প্রকল্পের নতুন আপডেট :

পশ্চিমবঙ্গ এর WB Employment Bank নতুন রেজিস্ট্রেশন সহ যারা ভাতা পাচ্ছেন তাদেরকে annexure (III) ফর্ম পূরণ করে জমা দিতে বলা হয়েছে। এছাড়াও যদি আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বার হারিয়ে বা বাতিল হয়ে থাকে তাহলে নতুন মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন।

যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2023 :

যুবশ্রী স্ট্যাটাস চেক করার জন্য আমরা পরপর বিস্তারিত আলোচনা করেছি। যুবশ্রী প্রকল্প 2023 এর লিস্ট চেক করার জন্য, প্রথমে আপনাদের কে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে। তারপরে, আপনাদের কে Yuvashree অপসন ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে একটি নতুন লিস্ট বা ওয়েটিং লিস্ট আসবে সেখানে আপনাদের কে চেক করতে হবে। এই রকম যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2022 বা যুবশ্রী প্রকল্প 2022 এবং যুবশ্রী 2017 চেক করতে পারবেন।

Share this Article
Leave a comment