Sabooj Sathi Scheme 2024 | এই বছর কবে থেকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল পাবেন

Sampad
5 Min Read

Sabooj Sathi : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুব সমাজ মূলক প্রকল্পগুলি মধ্যে একটি প্রকল্প হল সবুজ সাথী প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই জনসমাজের কথা ভাবেন। বিশেষ করে যুব সমাজের কথা মাথায় রাখে বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প আনতেই থাকেন।

সবুজ সাথী প্রকল্পের মূলত প্রধান উদ্দেশ্য হল – পশ্চিমবঙ্গ সমস্ত নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের সাইকেল বিতরণ করা। বিভিন্ন গ্রামের শিক্ষার্থীদের বহু কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয়। তার জন্য তাদের যাতে কষ্ট না হয় তাই এই প্রকল্পের মাধ্যমে সাইকেল দেওয়া পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সবুজ সাথী প্রকল্প ভূমিকা :

সবুজ সাথী প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় 2015 সাল থেকে চালু করেছিলেন। পশ্চিমবঙ্গ প্রকল্প গুলি মধ্যে সবুজ সাথী প্রকল্প একটি প্রধান প্রকল্প। এই প্রকল্পটি চালু করা পিছনে প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীদের বিশেষত মেয়েদের উচ্চ শিক্ষা নেওয়া জন্য উৎসাহিত করা। প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হবে। এই প্রকল্পের মূলত বিভাগ হলো নোডাল বিভাগ, যা পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী বিভাগ নাম পরিচিত। নোডাল বিভাগ অধীনে সংস্থা গুলি হলো তপশিলী জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী। অধ্যয়নরত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা প্রকল্পের অধীনে যোগ্য হবে।

সবুজ সাথী প্রকল্প কি :

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় 2015 সালের বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগে নবম থেকে দ্বাদশ শ্রেনীর সমস্ত শিক্ষার্থীদের সাহায্য করার জন্য সবুজ সাথী প্রকল্প (Sabooj Sathi ) চালু করেছিলেন। এই প্রকল্পের দ্বারা কোনো চিন্তা ছাড়াই তাদের স্কুলে সাইকেল চালিয়ে যেতে পারবে, এটি তাদের জন্য অত্যন্ত উপকারী হবে।

সবুজ সাথী প্রকল্পের বৈশিষ্ট :

  • পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দ্বারা 2015 সালে এই প্রকল্পটি জারি করা হয়।
  • সবুজ সাথী প্রকল্প থেকে 12000 স্কুলের 6 মিলিয়ন শিক্ষার্থী উপকৃত হয়েছে।
  • এই স্কিমের অধীনে, সাইকেল পরিবহনের জন্য 1000টি ট্রাক ও 2500টি মধ্যবর্তী ডেলিভারি পয়েন্ট এবং 12000টি চূড়ান্ত গন্তব্য সহ সাইকেলের কার্যকর সরবরাহ করা হয়।
  • একটি কার্যকর সমাবেশ লাইন রয়েছে যেখানে তারা প্রতিদিন 20000 সাইকেল নিযুক্ত করে।

সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্য :

  • অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা জন্য আগ্রহী করে তোলা।
  • আর্থিক অভাবে পিছিয়ে পডা শিক্ষার্থীদের সাহায্য করা।
  • এই প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রচার করা।
  • শিক্ষার্থীদের যাতায়াতে যাতে না কোনো খরচা না হয় সেটি লক্ষ্য রাখা।

সবুজ সাথী প্রকল্প আবেদন প্রক্রিয়া :

সবুজ সাথী পোর্টাল অফিসিয়াল ওয়েবসাটি হলো sabooj sathi.gov.in [CLICK HERE]

  • শিক্ষার্থীরা যে স্কুলে পড়ে সেখান থেকে সবুজ সাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
  • আবেদনপত্রটি পূরণ করার আগে, সবুজ সাথী পোর্টালে গিয়ে, sabooj sathi login করতে হবে।
  • শিক্ষার্থীরা তথ্য পূরণ করার পর, সেটি স্কুল দ্বারা যাচাই করা হবে।
  • সমস্ত তথ্য পূরণ করার পর আর সেটি স্কুল দ্বারা যাচাই করার পর, আবেদনপত্রটি sabooj sathi portal জমা করা হবে।
  • অবশেষে, শিক্ষার্থীদের তালিকা তৈরী হয়ে গেলে, সরকার থেকে স্কুলে মাধ্যমে শিক্ষার্থীদের সাইকেল দেওয়া হবে।

সবুজ সাথী প্রকল্পে করা আবেদন করার যোগ্য :

যেকোনো সরকারী স্বীকৃত স্কুলে পড়া নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষর্থীরা আবেদন করার যোগ্য হবে।

প্রথমত এই প্রকল্পটি স্কুল শিক্ষার্থীদের জন্য, কেবল মাএ নবম থেকে দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীরা এই প্রকল্পের সুবিধা পাবে। শিক্ষর্থীদের পশ্চিমবঙ্গ বাসিন্দা হতে হেব। স্বীকৃত সরকারি স্কুলে পড়তে হবে।

সবুজ সাথী প্রকল্প প্রয়োজনীয় নথিপত্র:

এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিপত্র গুলি পরপর নিচে দেওয়া হলো –

  • আধার কার্ড।
  • শিক্ষার্থীর আইডি কার্ড।
  • রেশন কার্ড।
  • বসবাসের শংসাপত্র।
  • মোবাইল নম্বর।
  • পাসপোর্ট সাইজ এর ছবি।

সবুজ সাথী প্রকল্প পুরস্কার :

সবুজ সাথী (Sabooj Sathi ) প্রকল্পের পুরস্কার হিসাবে, শিক্ষার্থীদের কোনো রকম টাকা মাধ্যমে সাহায্য করা হয় না। শিক্ষর্থীদের স্কুলে যাওয়া উৎসাহিত করার জন্য বিনামূল্যে সাইকেল প্রদান করার হয়। এই প্রকল্পটি মূলত নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সাইকেল দেওয়া হবে।

সবুজ সাথী প্রকল্প কত সালে চালু হয় ?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় 2015 সাল থেকে প্রকল্পের মাধ্যমে সাইকেল বিতরণ চালু করেছিলেন।

সবুজ সাথী প্রকল্প রচনা ?

সবুজ সাথী প্রকল্পের রচনা মমতা বন্দ্যোপাধ্যায় 2015 সাল থেকে চালু করে দেয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পড়া জন্য উৎসাহিত করা।

What is the sabuj sathi scheme?

West Bengal state government Mamata Banerjee launched the Sabuj Sathi scheme to help all students of classes IX to XII before the 2015 assembly elections began. Sabooj Sathi project will enable them to cycle to school without any worries, which will be very beneficial for them.

Share this Article
Leave a comment