Old Pension Scheme 2024 | বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ 2024 লিস্ট চলে আসছে, এবার বয়স্ক নাগরিক প্রতিমাসে 1000 টাকা করে পাবেন

Sampad
5 Min Read

বার্ধক্য ভাতা : পশ্চিমবঙ্গ সরকার বয়স্কদের জন্য এক প্রকার ভাতা বা পেনশন ব্যবস্থা করেছেন তা বার্ধক্য ভাতা নামে পরিচিত। পশ্চিমবঙ্গ সরকার বার্ধক্য ভাতা প্রকল্পটি 2010 সালে সূচনা করেন। বয়স্ক মানুষজনদের নিজের দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য অনেক আর্থিক সমস্যায় সম্মুখীন হাত হয়। বয়স হয়ে গেলে অর্থাৎ বার্ধক্য অবস্থায় থাকাকালীন অনেকের স্থায়ী আয়ের উৎস থাকে না। তাই পশ্চিমবঙ্গ সরকার সেই সমস্ত কথা মাথায় রেখে বয়স্ক মানুষদের জন্য একটি স্থায়ী আয়ের উৎস প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার বার্ধক্য ভাতা প্রকল্পটি চালু করেন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন স্তরে যেমন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কৃষক, পপশিলি জাতি, আদিবাসী এবং গৃহবধূ, বিধবা ইত্যাদি জন্য বিভিন্ন প্রকার প্রকল্প সূচনা করেছেন। যেমন কৃষক বন্ধু, বিধবা ভাতা, কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প ইত্যাদি প্রকল্প চালু করেছেন। তাই বয়স্কদের আর্থিক সহায়তা করার জন্য বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা চালু করেছেন। প্রকল্পটি মূল উদ্দেশ্য হল রাজ্যের বয়স্ক মানুষের আর্থিক অভাব থেকে মুক্ত করে, আর্থিক সহায়তা প্রদান করা।

বার্ধক্য ভাতা কি

বার্ধক্য ভাতা এক প্রকার প্রকল্প যা বয়স্ক মানুষদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। এই মূল বিভাগ হল পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগ। পশ্চিমবঙ্গ সরকার যোগ্য বয়স্কদের এই প্রকল্পের মাধ্যমে মাসিক 1000/- টাকা হরে সহায়তা প্রদান করবে। এই বার্ধক্য ভাতা প্রকল্পটি পশ্চিমবঙ্গ প্রবীণ নাগরিক আর্থিক সহায়তা প্রকল্প বা পশ্চিমবঙ্গ প্রবীণ নাগরিক পেনশন যোজনা নাম পরিচিত। এই প্রকল্পের আবেদন করার জন্য, আবেদনকারীদের 60 বছর বা তার বেশি উর্ধ্ব বয়সসীমা হালকা দরকার। শারীরিক অক্ষমতা এবং প্রতিবন্ধীদের এই প্রকল্পের একটি বিশেষ সুবিধা রয়েছে, তারা 55 বছর বয়স থেকে আবেদন করতে পাবেন।

বার্ধক্য ভাতা সুবিধা কি

পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্য সরকার বার্ধক্য ভাতা প্রকল্পটি চালু করেন 2010 সালে। এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের জন্য কয়েকটি সুবিধা প্রদান করা হবে।

  • প্রকল্পে যোগ্য বয়স্ক প্রাথীদের মাসিক 1000/- টাকা হরে ভাতা বা পেনশন প্রদান করা হবে।
  • এই ভাতা দ্বারা বয়স্ক মানুষের রা দৈনিক চাহিদা পূরণ হবে।

বার্ধক্য ভাতা যোগ্যতা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মানব মানব কল্যানে জন্য বয়স্ক মানুষদের একটি ভাতা চালু করেন। প্রকল্পটিতে আবেদন করার জন্য কয়েকটি যোগ্যতা প্রয়োজন হয়, তার নিম্নরূপ গুলি হল

  • আবেদনকারীদের আবেদন করার জন্য প্রথমে পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীদের বয়সসীমা 60 বা তার ঊর্ধ্বে হতে হবে।
  • আবেদনকারীদের মাসিক আয় 1000/- টাকা কম হতে হবে।

বার্ধক্য ভাতা কি কি ডকুমেন্ট লাগবে

বার্ধক্য ভাতা আবেদন করার জন্য কয়েকটি প্রয়োজনীয় ডকুমেন্ট বা নথিপত্র লাগবে, তার নিম্নরূপ গুলি হল

  • আবেদনকারীর আর্ধার কার্ড।
  • ভোটার কার্ড বা প্যান কার্ড।
  • আয়ের শংসাপত্র।
  • আবেদনকারীর বিস্তারিত তথ্য।
  • আবেদনকারীর রেশন কার্ড।

বার্ধক্য ভাতা আবেদন পদ্ধতি

আবেদনকারীরা বার্ধক্য ভাতা অনলাইনে ফরম ফিলাপ করতে পাবেন। এছাড়াও বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকরার জন্য দুয়ারে সরকার ক্যাম্প মাধ্যমে বা নিচের এলাকার বিডিও অফিস থেকে ফরম নিয়ে আবেদন করতে পারবেন। প্রকল্পের আবেদন করার পদ্ধতি গুলি হল

  • আপনার নিকটবর্তী বিডিও আফিস থেকে বার্ধক্য ভাতার আবেদনপত্রটি সংগ্রহ করতে হবে।
  • আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট বা নথিপত্র গুলি যোগ করুন।
  • আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করার পর আপনার নিকটবর্তী বিডিও আফিস গিয়ে জমা দিন।
  • তারপর, আপনার আবেদনপত্রটি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্বারা যাচাই করা হবে।
  • সংশ্লিষ্ট আধিকারিকদের দ্বারা যাচাই করার পর, সবশেষে জেলা ম্যাজিস্ট্রেট থেকে অনুমোদন প্রদান করা হবে।
  • জেলা ম্যাজিস্ট্রেট থেকে অনুমোদন প্রদান হওয়া পর প্রতি মাসে 1000/- টাকা করে আবেদনকারীদের ব্যাঙ্ক একাউন্ট ঢুকবে।

বার্ধক্য ভাতা ফরম ফিলাপ

বার্ধক্য ভাতা আবেদন করার জন্য আবেদনপত্র ফরমটি সংগ্রহ করতে হবে, যা আপনারা আপনার নিকটবর্তী গ্রামীণ পঞ্চায়েত সমিতি বা গ্রামীণ এলাকায় ব্লক অফিস থেকে পেয়ে যাবেন।

বার্ধক্য ভাতা ফরম pdf download করার জন্য নিচে একটি লিংক দেওয়া হলো। [Click Here]

বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ 2024 লিস্ট

বার্ধক্য ভাতা লিস্ট চেক করার জন্য কয়েকটি প্রয়োজনীয় স্টেপ গুলি হল

  • প্রথমে আপনাদের NSAP অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
  • তারপর, আপনাদের কে NSAP অফিসিয়াল ওয়েবসাইট Reports অপশনে ক্লিক করতে হবে।
  • Reports পেজে গিয়ে Sate Dashboard অপশনে ক্লিক করতে হবে।
  • Sate Dashboard পেজে প্রথমে আপনার State সিলেক্ট করুন তারপর আপনার Area সিলেক্ট করুন তারপর Scheme সিলেক্ট করে ক্যাপচার কোডটি দিয়ে Submit অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনারা আপনাদের বার্ধক্য ভাতা লিস্ট পেয়ে যাবেন।

বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক

বার্ধক্য ভাতা status check করার জন্য আবেদনকরীদের দুয়ারে সরকার অফিসিয়াল ওয়েবসাইট স্ট্যাটাস চেক অপসন সার্চ করতে হবে। তারপরে, Check Your Application Status আপনার মোবাইল নম্বর এবং বিধবা ভাতা স্কিমটির নির্বাচন করে “Submit” অপসন ক্লিক করতে হবে।

বার্ধক্য ভাতা কারা পাবে

60 বছর বা তার বেশি উর্ধ্ব বয়সসীমা মানুষদের বার্ধক্য ভাতা বা পেনশন দেওয়া হবে।

বার্ধক্য ভাতা কে দেয়

পশ্চিমবঙ্গ সরকার NSAP (National Social Assistance Programme) প্রকল্পের মাধ্যমে রাজ্যের বয়স্ক ব্যক্তি দের মাসিক 1000/- টাকা হরে বার্ধক্য ভাতা প্রধান করে।

Share this Article
Leave a comment