ওয়েসিস স্কলারশিপ ২০২৩-২৪ এর লাস্ট ডেট কবে? জেনেনিন আবেদন করার পদ্ধতি

Sampad
5 Min Read

ওয়েসিস স্কলারশিপ হল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্কলারশিপ গুলির  মধ্যে অন্যতম ও জনপ্রিয় একটি স্কলারশিপ। পশ্চিমবঙ্গ রাজ্যের পিছিয়ে পড়া শ্রেণী যেমন SC ST ও OBC বিভাগের ছাত্রছাত্রী দের প্রদান করা হয়।এটি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তর ‘পরিচালিত হয়। এই স্কলারশিপের  অধীনে প্রাক-মেট্রিক এবং পোস্ট-মেট্রিক উভয়  শ্রেণী ছাত্র-ছাত্রীরা সুবিধা পেয়ে থাকে।২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রায় ৪ লক্ষ এরও বেশি ছাত্রছাত্রীরা আবেদন করেছে।

ওয়েসিস স্কলারশিপ সম্বন্ধিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি যেমন যোগ্যতা ,স্কলারশিপের পরিমান ,আবেদন পদ্ধতি, স্ট্যাটাস চেক, রেনুয়াল প্রক্রিয়া ইত্যাদি নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হল ।

ওয়েসিস স্কলারশিপ ২০২৩-২৪ ওভারভিউ

 স্কলারশিপ এর নাম 

OASIS স্কলারশিপ 

ইস্যুড করছে 

পশ্চিমবঙ্গ সরকার

স্কলারশিপ প্রাপক 

SC / ST / OBC ছাত্রছাত্রী 

স্কলারশিপের ধরণ  

প্রি-মেট্রিক এবং পোস্ট-মেট্রিক, UG, PG 

এপ্লিকেশন প্রসেস 

অনলাইন 

যোগাযোগ 

+৯১ ৮৪২০০২৩৩১১

এপ্লিকেশন স্টেটাস 

অনলাইন 

অফিসিয়াল ওয়েবসাইট 

https://oasis.gov.in/

ওয়েসিস স্কলারশিপ কারা পাবে ও যোগ্যতা

ওয়েসিস স্কলারশিপটি পাওয়ার জন্য ছাত্রছাত্রী দের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে।

SC এবং ST শিক্ষার্থীদের প্রি-মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে যোগ্যতা

  • যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস ৯ এবং ১০ এ ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপের যোগ্য।
  • ছাত্রছাত্রীদের পরিবারের ইনকাম বার্ষিক ২ লক্ষের কম হতে হবে।
  • SC/ST সার্টিফিকেট থাকতে হবে।

SC এবং ST শিক্ষার্থীদের পোস্ট-মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে যোগ্যতা

  • পোস্ট-মেট্রিক অর্থাৎ যারা ক্লাস ১১ এ ভর্তি হয়েছে তারাও এই স্কলারশিপের আবেদন করতে পারবে।
  • SC/ST এবং OBC সার্টিফিকেট থাকতে হবে।
  • SC/ST ছাত্রছাত্রীদের পরিবারের ইনকাম বার্ষিক ২.৫ লক্ষ এবং OBC ১ লক্ষের কম হতে হবে।

ওয়েসিস স্কলারশিপ করতে কি কি ডকুমেন্টস লাগে?

এই স্কলারশিপে আবেদন করার জন্য যা যা ডকুমেন্টস লাগবে:

  • SC / ST / OBC সার্টিফিকেট।
  • পারিবারিক আয়ের সার্টিফিকেট।
  • আধার ডিটেলস।
  • এডুকেশনাল মার্কশিট।
  • ব্যাঙ্ক একাউন্ট ডিটেলস।
  • পাসপোর্ট সাইজ ফটো।
  • ইনস্টিটিউট এর মানি রিসিপ্ট।

আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের আবাসিক যোগ্য ছাত্রছাত্রীদের এই স্কলারশিপে আবেদন করার জন্য, OASIS এর অফিসিয়াল ওয়েবসাইট https://oasis.gov.in/ থেকে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর স্টুডেন্টরা রেজিস্টার মেইল এ লগিন ডিটেলস যা পরে স্কলারশিপ এ অ্যাপ্লাই করার ক্ষেত্রে কাজে লাগবে। ফর্ম ফিল আপ করার পর ডকুমেন্টস এর সফট কপি গুলি সাবমিট করতে হবে। এবং হার্ড কপি কাছাকাছি DWO স্কলারশিপ অফিসে জমা করতে হবে।

এপ্লিকেশন প্রসেস কমপ্লিট করার ধাপগুলি নিম্নে দেওয়া হল :

  • প্রথমে oasis এর অফিসিয়াল ওয়েবসাইট https://oasis.gov.in/ আপনার মোবাইল বা ল্যাপটপের ব্রাউজার এ ওপেন করতে হবে।
ওয়েসিস স্কলারশিপ
  • এরপর প্রথমের স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপসনটিতে ক্লিক করতে হবে।
  • ডিটেলস গুলো ফিল আপ করে সাবমিট করতে হবে।
  • এরপর মেইল আসা লগইন ডিটেলস দিয়ে লগিন করতে হবে পোর্টালে।
  • লোকেশন ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস এবং কাষ্ট সার্টিফিকেট ভেরিফাই করতে হবে।
  • এরপর এপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে একটি হার্ড কপি বের করতে হবে DWO অফিসে জমা করার জন্য।

স্কলারশিপ রেনুয়াল করার প্রসেস

OASIS স্কলারশিপ রেনুয়াল করার জন্য নিম্নে দেওয়া প্রসেসটি ফলো করুন

  • ওয়েসিস স্কলারশিপ এর ওয়েবসাইটে লগিন করতে হবে।
  • স্টুডেন্ট কর্ণার কালামের মধ্যে রিনিউ স্কলারশিপ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • লগিন ডিটেইলস টি ফিল আপ করতে হবে।
  • পুরোনো ডকুমেন্টস গুলো ভেরিফাই করে রিনিউ এপ্লিকেশন অপশনটিতে ক্লিক করতে হবে।
  • ষ্টার মার্ক করা জরুরি ডিটেইলস গুলো পুরন করে সাবমিট করুন।
  • এপ্লিকেশনটি প্রিন্ট করে DWO স্কলারশিপ অফিসে সাবমিট করতে হবে।

স্কলারশিপ রেনুয়াল করার প্রয়োজনীয় ডকুমেন্টস

  • রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো।
  • এডুকেশনাল মার্কশিট (এটাস্টেড)
  • কাস্ট সার্টিফিকেট (এটেস্টেড)

ওয়েসিস স্কলারশিপ এর স্ট্যাটাস চেক

নীচে দেওয়া পদ্ধতিটি টি ফলো করে আপনি স্কলারশিপের স্টেটাস চেক করতে পারবেন

  • ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।
  • ওপেন ট্র্যাক এপ্লিকেশন লিঙ্ক।
  • লগিন ডিটেলস দিয়ে সাবমিট করুন।
  • এরপর আপনি আপনার স্কলারশিপের স্টেটাস দেখতে পাবেন।

ওয়েসিস স্কলারশিপ এর লাস্ট ডেট

ওয়েসিস স্কলারশিপ কত টাকা পাওয়া যায়?

এই স্কলারশিপের টাকা বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন ধরণের হয়ে থাকে:
প্রি-মেট্রিক SC, ST, OBC ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ১৫০-২০০ টাকা মাসিক ১০ মাসের জন্য পেয়ে থাকে। এবং আলাদাভাবে বার্ষিক ৫০০-১০০০ টাকা পেয়ে থাকে।
পোস্ট-মেট্রিক এর ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা মেডিকেল, ইঞ্জনিয়ারিং, এম-ফিল, পি-এইচ-ডি কোর্স করছে তারা বার্ষিক ৫৩০-৫৫০ টাকা পেয়ে থাকে এবং আলাদাভাবে বার্ষিক ৮২০-১২০০ টাকা পেয়ে থাকে।

কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে?

যে সমস্ত স্টুডেন্ট SC, ST এবং OBC ক্যাটাগরির অন্তর্গত প্রি-মেট্রিক এবং পোস্ট-মেট্রিক কোর্স করছে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

ওয়েসিস স্কলারশিপ এর অফিসিয়াল কন্টাক্ট নম্বর

+৯১ ৮৪২০০২৩৩১১

ওয়েসিস স্কলারশিপ এর লাস্ট ডেট

ওয়েসিস স্কলারশিপ এর অনলাইন ফর্ম ফিল উপ এর শেষ তারিখ হল ৩১শে অক্টোবর, ২০২৪।

Share this Article
Leave a comment