লক্ষ্মীর ভাণ্ডার মোবাইল নম্বর দিয়ে চেক কীভাবে করবেন 2024(Status Check)

Sampad
5 Min Read

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে মহিলা এবং শিশু সমাজকল্যাণ বিভাগের মধ্যে শুরু করেন। এই প্রকল্পের অধীনে ২৫-৬০ বছর বয়সের সমাজের আর্থিকভাবে দুর্বল বিবাহিত মহিলাদের প্রত্যেক মাসে আর্থিক সাহায্য করা হয়। General এবং OBC দের ১০০০ থাকা মাসিক এবং SC, ST দের মাসিক ১২০০ টাকা দেওয়া হয়ে থাকে। যে সমস্ত মহিলা এই প্রকল্পে আবেদন করতে চান, তারা কাছাকাছি কোনো দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করতে পারবে। আবেদন করার পর এপ্লিকেশন আপ্রুভ হলে টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক একাউন্টে ক্রেডিট হবে। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেল টি পুরোটা পড়ুন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওভারভিউ

প্রকল্পের নাম লক্ষীর ভান্ডার প্রকল্প
শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
শুরু হয়েছে ২০২১ সালে
বিভাগ মহিলা এবং শিশু সমাজকল্যাণ বিভাগ
এপ্লিকেশন মাধ্যম অনলাইন এবং অফলাইনে
অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in
General / OBC মাসিক ১০০০ টাকা
SC / ST মাসিক ১২০০ টাকা
মোট বাজেট ₹১২৯০০ কোটি

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা

  • এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা অনেক উপকৃত হতে পারছে।
  • General এবং OBC ক্যাটাগরির মহিলারা মাসিক ₹১০০০/- টাকা হিসেবে বার্ষিক ₹১২০০০/- টাকা পাবে।
  • SC এবং ST ক্যাটাগরির মহিলারা মাসিক ₹১২০০/- টাকা হিসেবে বার্ষিক ₹১৪,৪০০/- টাকা পাবে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার যোগ্যতা

এই প্রকল্পে আবেদন করার জন্য তেমন ভাবে কোনো যোগ্যতার প্রয়োজন নেই, যা যা প্রয়োজন নিচে দেওয়া হল

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ।
  • আবেদনকারীর বয়স ২৫-৬০ বছর এর মধ্যে হতে হবে।
  • আবেদনকারীর কোনো সরকারি চাকরি করা যাবে না।
  • এই বিষয়ে বিশদ বিবরণের জন্য অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার পদ্ধতি

এই প্রকল্পটিতে আপনি অনলাইন এবং অফলাইন দুভাবেই এপ্লাই করতে পারবেন। নিচে আবেদন পদ্ধতিটি দেওয়া হল।

অফলাইনে পদ্ধতি

অফলাইনে আবেদন করার পদ্ধতি

  • আপনার বাড়ির কাছাকাছি দুয়ারে সরকার ক্যাম্প-এ যেতে হবে।
  • লক্ষীর ভান্ডার প্রকল্পের একটি ফর্ম নিতে হবে।
  • ফর্মটিতে প্রয়োজনীয় সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে।
  • ফর্মে লেখা জরুরি ডকুমেন্টসগুলোর জেরক্স কপি ফর্মের সঙ্গে পিন করতে হবে।
  • আবেদনকারীর সাক্ষর এবং ২ কপি পাসপোর্ট সাইজ ফটো।
  • এরপর ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে।

অনলাইন পদ্ধতি

লক্ষ্মীর ভাণ্ডার

অনলাইনে আবেদন করার পদ্ধতি

  • প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপ এর ব্রাউজারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (socialsecurity.wb.gov.in) টি খুলতে হবে।
  • এরপর আপনার মোবাইল নম্বর ফিল আপ করে ক্যাপচা ফিল করে ওটিপি জেনারেট করতে হবে।
  • এরপর Online Apply অপশনটিতে ক্লিক করে জরুরি ডেটাইলসগুলো ফিল আপ করতে হবে।
  • জরুরি ডকুমেন্টস গুলোর জেরক্স কপি, সিগনেচার, পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে সাবমিট করতে হবে।
  • এবং এপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

এই প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস-

  • আবেদনকারীর রিসেন্ট তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ফটো।
  • একটি বৈধ মোবাইল নম্বর।
  • ব্যাঙ্ক একাউন্ট এর জেরক্স কপি।
  • কাস্ট সার্টিফিকেট।
  • রেশন কার্ড।
  • আধার কার্ডের জেরক্স।
  • স্বাস্থা সাথী কার্ডের জেরক্স।
  • বৈধ বার্ষিক ইনকাম সার্টিফিকেট।

মোবাইল নম্বর দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্টেটাস চেক

মোবাইল নম্বর দিয়ে যারা লক্ষীর ভাণ্ডার প্রকল্পের স্টেটাস চেক করতে চাইছেন তারা নিচে দেওয়া স্টেপটি ফলো করতে পারেন

  • প্রথমে ব্রাউসার এ লক্ষ্মীর ভাণ্ডার এর অফিসিয়াল ওয়েবসাইট (socialsecurity.wb.gov.in) খুলতে হবে।
  • Track Application Status অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর বক্সে আধার নম্বর / স্বাস্থা সাথী কার্ডের নম্বর / এপ্লিকেশন আইডি / মোবাইল নম্বর, যেকোনো একটা লিখতে হবে।
  • এরপর স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি দেখে লিখতে হবে।
  • এরপর সার্চ অপশনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করলেই এপ্লিকেশন স্টেটাস দেখা যাবে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বয়সসীমা কত ?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য বয়স ২৫-৬০ বছরের মধ্যে হতে হবে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কাদের জন্য?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গের বসবাসকারি বিবাহিত মহিলাদের জন্য শুরু করা হয়েছে।

লক্ষীর ভান্ডার প্রকল্পটি কবে শুরু হয়েছে?

লক্ষীর ভান্ডার প্রকল্পটি ২০২১ সালের সেপ্টেম্বর এ শুরু হয়েছে।

লক্ষীর ভান্ডার প্রকল্পটি কে শুরু করেছেন?

লক্ষীর ভান্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গের বর্তমান মুক্ষমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন।

লক্ষীর ভান্ডার প্রকল্পটি অনলাইনে আবেদন করা যায়?

লক্ষীর ভান্ডার প্রকল্পটি অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যায়।

লক্ষীর ভান্ডার প্রকল্পে কত টাকা পাওয়া যায়?

লক্ষীর ভান্ডার প্রকল্পে General / OBC মহিলারা মাসিক ₹১০০০ টাকা এবং SC / ST মহিলারা ₹১২০০ টাকা মাসিক পেয়ে থাকে।

যাদের লক্ষীর ভান্ডার প্রকল্পটি নিয়ে অনেক ধরণের প্রশ্ন মাথায় ঘুরছিলো, আশা করি এই আর্টিকেলটি আপনি পুরোটা পড়ে থাকলে আপনার কনফিউশন অনেকটা দুর হয়েছে। যদি কোনো ধরণের প্রশ্ন থেকে থাকে, তাহলে নিচে কমেন্ট করুন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্যান্য প্রকল্প সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট টি ফলো করুন।

Share this Article
Leave a comment