পশ্চিমবঙ্গ বাংলা শস্য বীমা প্রকল্প 2024, জেনে নিন টাকা কবে ঢুকবে?

Sampad
4 Min Read

বাংলা শস্য বীমা প্রকল্প হলো বাংলার কৃষকদের কল্যাণ এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম প্রকল্প।পশ্চিমবঙ্গ একটি কৃষি ভিত্তিক রাজ্য এখানে বেশির ভাগ বাসিন্দার প্রধান কাজ হলো কৃষি কাজ প্রতি বছর বিভিন্ন দুর্যোগ এর কারণে কৃষক দের নানান ভাবে চাষ এর ক্ষতি হয়। এই প্রকল্পের দ্বারা কৃষক বন্ধুরা দারুন ভাবে সাহায্য পেয়ে থাকে। এই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার ২০১৯ অর্থবর্ষ থেকে চালু করে।

এই প্রকল্পের মূল উদেশ্য ছিল বাংলার কৃষক দের কৃষি কাজে আর্থিক ভাবার সাহায্য করা। এটি কৃষক দের লাভ কে ও তাদের ফসল চাষের উদেশ্য কে পরিপূর্ণ করে। এই প্রকল্প চালানো কারী সংস্থা হলো “এগ্রিকালচার ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড “

এই প্রকল্পের বিস্তারিত বিবরণ নিচে আলোচনা করা হলো।

বাংলা শস্য বীমা প্রকল্প এর সুবিধা

  • পশ্চিমবঙ্গ বাংলা শস্য বীমার অধীনে কৃষকদের ফসল বোনা থেকে কাটা অবধি সমস্ত ঝুঁকি এর আওত্তায় থাকে।
  • শস্য বীজের জন্য আর্থিক সহায়তা।
  • ফসল ধ্বংস বা ক্ষতির জন্য আর্থিক সহায়তা।,

আবেদনকারীর যোগ্যতা

বাংলা শস্য বীমা প্রকল্প আবেদন করার জন্য অবসসই কৃষক কে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক সহ ভাগচাষী ও ভাড়াটে কৃষক এই প্রকল্পটি আবেদন করতে পারবে। আবেদনকারীর ঋণগৃহীতা এই প্রকল্পের জন্য বাধতামূকল।

আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্টস

বাংলা শস্য বীমা প্রকল্প আবেদন করার জন্য কৃষকদের যে সমস্ত ডকুমেন্ট লাগবে তা হলো

  • ভোটার আইডি কার্ড
  • আধার কার্ড
  • জমির রেকর্ড
  • আবেদন কারীর পাসবুক
  • জমি দখলের প্রমাণপত্র
  • চাষ করার প্রমান
  • চুক্তি বা শর্ত এর প্রপমান
  • নিজস্ব মোবাইল নম্বর

বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে চাষযুক্ত শস্য

বাংলা শস্য বীমার অধীনে যে সমস্ত শস্যগুলি তা নিচে দেওয়া হলো

  • বোরো ধান
  • গম
  • রবি ভুট্টা
  • আলু
  • আখ
  • ছোলা
  • মসুর
  • মুগ
  • সরিষা
  • গ্রীস্ম কালীন তিল
  • গ্রীস্ম কালীন চিনাবাদাম
  • খেসারি

আবেদন পক্রিয়া

  • বাংলা শস্য প্রকল্প আবেদন করার জন্য নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিস বা স্থানীয় ব্লক কৃষি দফতর অফিস থেকে কৃষকরা sms আবেদন করতে পারবেন।
  • আবেদন পত্রের সঙ্গে উপরোক্ত ডকুমেন্ট গুলি যেমন আধার কার্ড ,ভোটার কার্ড ,জমির রেকর্ড ,পাসবুক ,চুক্তি পত্র ,চাষ করার প্রমান , জমা দিতে হবে।
  • আবেদন পত্র ও দরকারি ডকুমেন্ট গ্রাম পঞ্চায়েত অফিস এ জমা দিতে হৰে।
  • আবেদন যাচাই করা হবে এবং যদি গৃহীত হয় তবে কৃষক বন্ধুরা sms এর মাধ্যমে পেয়ে যাবেন।
    আবেদন পত্র টি দেখতে নিচের লিংক এ ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ

পশ্চিমবঙ্গ সরকার এর তরফ থেকে বাংলা শস্য প্রকল্প আবেদন করার কোনো নিৰ্দিষ্ট তারিখ বলা হয় নি।
তবে এই প্রলল্প চালু হয় বা শেষ তারিখ এর সম্বন্ধে বিস্তারিত তথ্য ও নির্দেশিকা জানতে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি দফতর এ যোগাযোগ করুন। এছাড়াও নিচে দেয় কাস্টমার কেয়ার নম্বর গুলি তে ফোন করে বা অফিসিয়াল সাইট গুলি পরে এর প্রকল্প সম্বন্ধে সঠিক তথ্য নিন।

যোগাযোগ বিবরণ

পশ্চিমবঙ্গ শস্য বীমা প্রকল্পের হেল্পলাইন নম্বর –

  • ০৮৩৭৩০৯৪০৭৩১
  • ০৮৩৩৬৯০০৬৩
  • ০৮৩৩৬৯৫৭১৮১

এগ্রিকালচার ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড এর হেল্পলাইন নম্বর

  • ১৮০০৫৭২০২৫৮
  • ০৩৩-২৩২৪৭০৭৫
  • ০৩৩-২৩২৪৭০৪৫

পশ্চিমবঙ্গ শস্য বীমা প্রকল্পের হেল্পডেস্ক ইমেল – banglashasyabima@ingreens.in

এগ্রিকালচার ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড এর হেল্পডেস্ক ইমেল – ro.kolkata@aicofindi.com

কৃষি বিভাগ ,পশ্চিমবঙ্গ সরকার।
রাইটার্স বিল্ডিং ,কলকাতা ৭০০০০১

এগ্রিকালচার ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড,
ইউনিট নং :-৪০৩ ,৪র্থ তলা ,এনবিসিসি স্কোযার
অ্যাকশন এরিয়া-৩ ,রাজারহাট,
কলকাতা ,পশ্চিমবঙ্গ-৭০০১৩৫

Share this Article
Leave a comment