Tata Scholarship 2024 Application Form | টাটা স্কলারশিপ 2024 অনলাইন ফর্ম ফিলাপ শুরু হয়ে গিয়েছে

Sampad
5 Min Read

টাটা স্কলারশিপ 2024 : ভারতবর্ষে অন্যতম বড় এবং বিশ্বস্ত টাটা গ্রূপের তরফ থেকে Tata Pankh Scholarship 2024 এর আবেদন শুরু হয়ে গিয়েছে। টাটা গ্রুপের তরফ থেকে টাটা ক্যাপিটাল স্কলারশিপ প্রতি বছর শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে। Tata Pankh Scholarship 2024 এর দ্বারা সমাজে অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ মাধ্যমে আর্থিক সহায়তা করে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা জন্য সমর্থন করা।

টাটা স্কলারশিপ কি

টাটা ক্যাপিটাল লিমিটেটেড অর্থাৎ টাটা গ্রুপের টেফ থেকে প্রতি বছর টাটা ক্যাপিটাল পান্থ স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপ মাধ্যমে ভারতবর্ষের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে তাদের পড়াশোনার জন্য উদ্যোগী করে তোলা। স্কলারশিপ মাধ্যমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং আন্ডারগ্রাজুয়েট কলেজের শিক্ষার্থীদের এক কালীন 10,000/- থেকে 12,000/- হাজার টাকা হারে স্কলারশিপ দেওয়া হবে। এই স্কলারশিপ প্রধান উদ্দেশ্য হল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং আন্ডারগ্রাজুয়েট কলেজের শিক্ষার্থীদের আর্থিক সাপোর্ট করে তারা যাতে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং তাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করা।

টাটা স্কলারশিপ 2024 লাস্ট ডেট

টাটা ক্যাপিটাল পান্থ স্কলারশিপ 2024 (Tata Scholarship 2024 Last Date) এর আবেদন করার শেষ তারিখ হল 15 September, 2024

টাটা স্কলারশিপ যোগ্যতার মানদণ্ড

টাটা স্কলারশিপ এর আবেদন করার জন্য যোগ্যতার মানদণ্ড গুলি হল

  • আবেদনকারী শিক্ষার্থীদের ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শিক্ষার্থীদের ভারতবর্ষের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অধ্যয়নরত হতে হবে।
  • অবশ্যই আবেদনকারী শিক্ষর্থীদের পূর্ববতী পরীক্ষায় 60 % বা তার বেশি নাম্বার পেতে হবে।
  • শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকা বেশি হওয়া যাবে না।

ওয়েসিস স্কলারশিপ ২০২৩-২৪ এর লাস্ট ডেট কবে? জেনেনিন আবেদন করার পদ্ধতি

টাটা স্কলারশিপ 2024 কারা আবেদন করতে পারবে

  • মাধ্যমিক, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আবেদন ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
  • কলেজ পড়ুয়াদের জন্য জেনারেল আন্ডারগ্রাজুয়েট কোর্স (বিকম , বিএসসি, বিএ অথবা ডিপ্লোমা, ITI ) এর ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।

টাটা স্কলারশিপ 2024 কত টাকা করে পাবে

  • মাধ্যমিক, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা 10,000/- টাকা করে পাবে।
  • জেনারেল আন্ডারগ্রাজুয়েট কোর্স অথবা ডিপ্লোমা কোর্স ছাত্র-ছাত্রীরা 12,000/- টাকা করে পাবে।

টাটা স্কলারশিপ আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

টাটা স্কলারশিপ 2024 এর আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট বা নথিপত্র গুলি হল

  • আবেদনকারী ছাত্র-ছাত্রীদের আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড। (যেকোনো একটি )
  • শিক্ষার্থীদের ব্যাঙ্ক পাসবুক
  • পরিবারের বার্ষিক আয়ের সংস্থাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট
  • স্কুল পড়ুয়াদের জন্য আগের পরীক্ষার মার্কশীট ও কলেজ পড়ুয়াদের জন্য গ্রেড কার্ড
  • শিক্ষার্থীদের নিজস্ব পাসপোর্ট সাইজের ফটোকপি
  • আবেদনকারী শিক্ষর্থীদের স্কুল বা কলেজের আইডি কার্ড
  • জাতিগত সংস্থাপত্র।

টাটা স্কলারশিপ 2024 অনলাইনে আবেদন করার পদ্ধতি

অনলাইনে আবেদন করার পদ্ধতি গুলি হল

  • প্রথমে আপনাদের Buddy 4study অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
  • Buddy 4study ওয়েবসাইট নিজের একটি প্রোফাইল বা একাউন্ট বানাতে হবে।
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূন হওয়াপর আপনাকে নিজের কোর্স ও বৃত্তি নির্বাচন করতে হবে।
  • আপনার স্কলারশিপ সিলেক্ট করে, “Apply Now” বাটনে ক্লিক করতে হবে।
  • তারপর, আপনার যাবতীয় তথ্য গুলি পূরণ করতে হবে।
  • ফর্ম ফিলাপ হয়ে গেলে আপনার যাবতীয় ডকুমেন্ট অর্থাৎ নথিপত্র গুলি PDF ফরম্যাটে আপলোড করতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করা হয়ে গেলে একবার যাচাই করে নিবেন যাতে না কোনো ভুল থেকে যায়।
  • অবশেষে, আবেদনপত্রটি “Submit” অপশনে ক্লিক করে জমা দিন।

আপনার আবেদনপত্রটি জমা হয়ে গেলে আপনার ইমেইল আইডিতে একটি Scholarship Application ID পাবেন। এই আইডির সাহায্যে আপনার টাটা স্কলারশিপ স্ট্যাটাস চেক করতে পারবেন।

Tata Scholarship Official Website 2024

The Tata Scholarship 2024 Official Website is Buddy 4Study.

Tata Scholarship For Undergraduate Students

Tata capital Pankh Scholarship is to provide 12,000/- financial assistance for B.Com., B.Sc., BA, etc., or diploma or ITI student pursuing undergraduate degrees.

Tata Scholarship 2024 Apply Online

You need to create a profile or account on the Buddy 4study website.
After completing the registration process you have to select your course and scholarship.
After selecting your scholarship, click on “Apply Now” button.
Then, you have to fill all the details.
Once the form is filled, you have to upload all the documents in PDF format.
Once the required documents are uploaded, check them once to avoid any mistakes.
Finally, submit the application form by clicking on “Submit” option.

Share this Article
Leave a comment